Friday, August 16, 2013

★★★ভাষা আন্দোলন★★★

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের
পটভূমি অনুসন্ধান করে দেখা যায় ১৯৪৭
সালে পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শুরু হয়
পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম
পাকিস্তানের শোষণমূলক আচরণ। কেবল
অর্থনৈতিক শোষণ নয়, বাঙ্গালী সংস্কৃতি ও
ঐতিহ্যের ওপরও নিপীড়ন শুরু হয় এবং এর
প্রথম দৃষ্টান্ত স্থাপিত হয় যখন
পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ
ঢাকায় এসে ঘোষণা দেন "উর্দু
এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের
রাষ্ট্রভাষা"। সাথে সাথে পূর্ব
পাকিস্তানের বাঙ্গালীরা এই ঘোষণার
বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে। ১৯৫২
সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার জন্যে এই
আন্দোলন তীব্রতম রূপ ধারণ করে। এদিন
পুলিশের গুলিতে প্রাণ দেন সালাম, বরকত,
রফিক, জব্বার সহ আরো অনেকে।
পাকিস্তানের শাসকগোষ্ঠীকে শেষ পর্যন্ত
১৯৫৬ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম
রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হয়। আজ
পৃথিবীব্যাপী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

No comments:

Post a Comment